করোনা আতঙ্ক! এবার সরকারি কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ

আমাদের ভারত,১৯ মার্চ:করোনা আটকাতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি আমলাসহ অফিসার পদমর্যাদার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হলো। সরকারের নির্দেশিকায় বলা হয়েছে ৫০ শতাংশ গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের অফিসে যেতে হবে। সংশ্লিষ্ট হেড ক্লার্ক তাদের রোস্টার করে দেবেন।

নির্দেশিকা স্পষ্ট করে বলা হয়েছে অফিসার ও আমলারা বাড়ি থেকে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে কাজ পরিচালনা করবেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের করে দেওয়া নির্দিষ্ট রোস্টার অনুযায়ী কাজ করতে হবে গ্রুপ বি – গ্রুপ সির কর্মীদের।

সপ্তাহে সূচি বদল করে করে দপ্তরে যেতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। তিনটি শিফটে তারা কাজ করবেন বলা হয়েছে ওই নির্দেশিকায়। সকাল নটা থেকে বিকেল পাঁচটা। সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটায় এবং সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা। এইভাবে ধাপে ধাপে কোন কাজে যোগ দেবেন গ্রুপ বি গ্রুপ সি কর্মীরা কাজ করবেন।

তবে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত দপ্তরগুলির জন্য এই নির্দেশিকা কার্যকর হবে না।

ইতিমধ্যে দেশের বেশিরভাগ রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক, সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হল। পশ্চিমবঙ্গে অফিস টাইমের ভিড় এড়াতে সরকারি কর্মীদের চারটের সময় ছুটির নির্দেশ দিয়েছে নবান্ন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *