চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলে শ্রমিক বিক্ষোভ

আমাদের ভারত, হাওড়া, ১৯ ফেব্রুয়ারি: বিভিন্ন দাবি আদায়ের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে জুট মিলের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল চেঙ্গাইলের প্রেমচাদ জুট মিলের শতাধিক অস্থায়ী কর্মী। মিলের শ্রমিকদের দাবি, অবিলম্বে মিল কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

জানা গেছে, প্রেমচাঁদ জুট মিলের প্রায় ৫ হাজার শ্রমিকের মধ্যে দেড়হাজার শ্রমিক অস্থায়ী ভাবে মিলে কর্মরত। অস্থায়ী শ্রমিকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী তাদের যে পরিমাণ দৈনিক মজুরি পাওয়ার কথা মিল কর্তৃপক্ষ তার থেকে অনেক কম মজুরি দিচ্ছে, এমনকি তারা ইএসআই ও পিএফের সুবিধা থেকেও বঞ্চিত। এদিন অস্থায়ী শ্রমিকরা দাবি করেন, তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে, লাইন ছুটি বাড়াতে হবে, নাইট শিফটের মজুরি বৃদ্ধি করতে হবে, অযথা উৎপাদনের টার্গেট বাড়ানো যাবে না এবং ইএসআই ও
পিএফের সুবিধা দিতে হবে।

অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ সম্পর্কে তাদের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার মিল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি এমনকি মাঝে মাঝেই বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও মিল কর্তৃপক্ষ এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি জানান, বিষয়টি নিয়ে তিনি শ্রম মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here