ভয়ংকর ঘটনা! রাজ্যে লকডাউনেও কারখানায় কাজ করছে ৭৫০ শ্রমিক

আমাদের ভারত, হুগলী, ২৫ মার্চ: লকডাউন উপেক্ষা করে কারখানায় কাজ চালাচ্ছে ৭৫০ শ্রমিক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা রিষড়ার একটি কারখানার।

করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বে। আতঙ্কিত সমস্ত মানুষ। করোনা মোকাবিলায় ঘোষণা করা হয়েছে দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে খোলা রয়েছে রিষড়ার একটি কাঁচের বোতল তৈরির কারখানা। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রায় ৭৫০ জন শ্রমিক। বুধবারও কাজে যোগ দিতে দেখা গেল শ্রমিকদের।

লক ডাউনের সময় যেখানে ৭ জনের বেশি মানুষকে একসাথে থাকতে বারণ করা হয়েছে। সেখানে এই কারখানায় কাজ চালিয়ে যাচ্ছেন একসাথে ৭৫০ শ্রমিক। অনেকে বাইরে থেকে এসেও কাজ করছে বলে অভিযোগ। এই ঘটনা দেখে আতঙ্কিত রিষড়ার মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here