করোনা প্রতিরোধে উদ্যোগ, রায়গঞ্জে এনবিএসটিসি বাসে জীবানুনাশক স্প্রে করলেন কর্মীরা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ: করোনা ভাইরাসের হুলে বিদ্ধ ভারতের একাধিক রাজ্য। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের খবর পাওয়া গেলেও রোগ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসাবে সোমবার রায়গঞ্জের
এনবিএসটিসি ডিপো চত্বরে বিভিন্ন বাসে জীবানুনাশক স্প্রে করলেন কর্মীরা। ডেটল, ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে তৈরি জীবানুনাশক স্প্রে করা হয় বাসের ভেতর ও বাইরে।

সংস্থার আধিকারিক সুমিত ভৌমিক বলেন,” রাজ্য সরকারের নির্দেশ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। বাসকর্মীদের জন্য মাস্ক সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতাই মূল লক্ষ্য আমাদের। কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংস্থার কর্মীর থেকে শুরু করে যাত্রীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *