সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদে নামছেন জাতীয় এডস কন্ট্রোল প্রোগ্রামে নিয়োজিত কর্মীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ আগস্ট: জাতীয় এডস কন্ট্রোল প্রোগ্রামে কর্মরত ২৫ হাজার কর্মী তাদের প্রদেয় সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার দেশজুড়ে প্রতিবাদে নামছে। এর ফলে এই কর্মসূচি ব্যাহত ও এডস আক্রান্ত বোগীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে এডস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে এই প্রোগ্রামে কর্মরত কর্মীরা নিরলস ভাবে কাজ করে চলেছেন।

করোনা পরিস্হিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। ন্যাশনাল এডস কন্ট্রোল প্রোগ্রাম কর্মী সংগঠনের জাতীয় সহ সডাপতি সুনেত্রা চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই প্রোগ্রামে নিয়োজিত দেশে প্রায় পঁচিশ হাজার কর্মী নামমাত্র সাম্মানিক ভাতার বিনিময়ে কাজ করে চলেছেন। বিগত ২০১৩ সালে তাদের ভাতা বৃদ্ধির পর আর কিছু বিবেচনা করা হয়নি। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ ভাতা বৃদ্ধি নিয়ে পদক্ষেপ করেননি। বর্তমানে ভাতা বৃদ্ধি নিয়ে যে প্রস্তাব হয়েছে সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন যারা এই প্রোগ্রামে কর্মরত তাদের কোনও ভাতা বৃদ্ধি হচ্ছে না। যার ফলে তারা হতাশ। সে কারণে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ২২ আগস্ট দেশ জুড়ে প্রতিবাদে সামিল হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *