
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ নভেম্বর: কারখানা কর্তৃপক্ষ বেতন সংক্রান্ত চুক্তি না মানায় বড়জোড়া হাট আশুড়িয়া শিল্পতালুকে “কালীমাতা ভ্যাপার” নামে এক বেসরকারি কারখানায় শ্রমিকরা আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে। এর ফলে কারখানার কাজ ব্যাহত হয়। বিক্ষোভরত মণিরুল সর্দার, রানা মন্ডলদের বক্তব্য, বেতন সংক্রান্ত নূন্যতম চুক্তি মালিকপক্ষ অগ্রাহ্য করেছে। এবিষয়ে বার বার আবেদন করা সত্বেও টালবাহানা করে চলেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের দাবি, তাদের মাত্র দৈনিক ২৩০টাকা, কারো তিনশো টাকা দৈনিক মজুরিতে কাজ করানো হচ্ছে। আমাদের সাথে কোনও চুক্তি ও করছে না। আজ আলোচনায় বসার কথা থাকলেও ফের তা বাতিল করে। তাদের বক্তব্য, সরকারি নিয়মে নূন্যতম বেতন প্রদান মালিকপক্ষ যতক্ষণ না মানছে ততদিন তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে না। অন্যদিকে মালিকপক্ষ শ্রমিকদের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের কোনো কথা জানাতে অস্বীকার করেছে।
স্হানীয় বিধায়ক অলোক মুখার্জি বলেন, আমি এখন বিধানসভায় আছি।ওই কারখানার শ্রমিকদের দাবি নায্য। বাঁকুড়ায় ফিরে তিনি কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসবেন।