আমাদের ভারত, হলদিয়া, ৯ জানুয়ারি: আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেনের উপস্থিতিতে শ্রমিক বিক্ষোভ হলদিয়ায়। গোষ্ঠী দ্বন্দ্বের বহিপ্রকাশ ঘটল এই বিক্ষোভ ঘিরে। মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের। যদিও অভিযোগ অস্বীকার দু’পক্ষেরই। হলদিয়ার আইএনটিটিইউসির কোর কমিটি গঠন নিয়ে মিটিং চলাকালীন বিক্ষোভ দেখান শ্রমিকরা। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ শ্রমিকদের। দোলা সেনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা।
আজ বিকালে হলদিয়া সিপিটি গেস্ট হাউসে আইএনটিটিইউসির হলদিয়ার কোর কমিটি গঠন নিয়ে মিটিংয়ে বসেন দোলা সেন। সেই মিটিং চলাকালীন কমিটি গঠনের কথা জানতে পেরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কোর কমিটিতে শুভেন্দু অধিকারীর অনুগামীদের রাখা হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এর ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। বিক্ষোভের উত্তাপ এতটাই বাড়ে যে শেষপর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিশাল পুলিশবাহিনী সিপিটি গেস্ট হাউস আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তৃণমূলের দুই নেতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে মার খাওয়া নেতা ও অন্য পক্ষের নেতা।