অশান্ত দিল্লি থেকে ফিরল বাংলা থেকে যাওয়া শ্রমিকরা

আমাদের ভারত, হাওড়া, ২৮ ফেব্রুয়ারি: অশান্ত রাজধানী দিল্লি। ইতিমধ্যেই সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ এর কাছাকাছি। আহত দুই শতাধিক। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুকে কেন্দ্র করে এহেন রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী। এই অবস্থায় দিল্লি ছাড়ছেন বাংলা থেকে যাওয়া শ্রমিকরা।

দুই গোষ্ঠীর আক্রমণ, পাল্টা আক্রমনে অগ্নিগর্ভ দিল্লির একাধিক জায়গা। এর পাশাপাশি আঙ্গুল উঠেছে পুলিশের দিকেও। চলছে পুলিশের লাঠিচার্জ। এমতাবস্থায় দিল্লিতে আটকে পড়েছেন রুটি রুজির কারণে যাওয়া নানান রাজ্যের মানুষ। অস্থায়ীভাবে তারা বসবাস করেন সেখানে। কিন্তু পরিস্থিতিতে যা তাতে রাজধানীতে থাকা নিরাপদ নয় বলেই মত তাদের। অনেকেই ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। অনেকে আবার আটকে রয়েছেন। রাজধানীর এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই আজ সকালে হাওড়া কালকা মেলে রাজ্যে আনা হয় ১৩ জন শ্রমিককে। এরপর হাওড়া স্টেশন থেকে তাদের পাঠানো হয় মুর্শিদাবাদে তাদের বাড়ির উদ্দেশ্যে। মূলত একাধিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্যোগে আটকে পড়া এই বাঙালি শ্রমিকদের বুধবার রাতের কালকা মেলে তুলে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here