সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন:
পরিযায়ী শ্রমিকের তকমা লেগে রয়েছে ওঁদের গায়ে। তার চেয়েও বড় সমস্যা হল ওঁরা এসেছেন মহারাষ্ট্র থেকে। তাই, কাজ পাচ্ছেন না। আর এই অভিযোগে সরব হয়েছেন পুরুলিয়া ২ ব্লকের বাঘড়া গ্রামের চৌষট্টি জন যুবক। গ্রামে ফিরে কোয়ারান্টাইনের মেয়াদ শেষ করেছেন তাঁরা। তারপরও তাঁদের কাজ দিতে উদ্যোগ নেয়নি প্রশাসন বলে অভিযোগ।
মহারাষ্ট্র ফেরত বলে স্থানীয় মানুষও তাঁদের কাজ দিচ্ছেন না। হাতে কাজ না থাকায় আর্থিকভাবে চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওঁরা। আর তাই অবিলম্বে অন্তত একশো দিনের কাজ চাইছেন ওঁরা।
বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুরুলিয়া ২ ব্লকের বিডিও। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এঁদের মধ্যে যারা জব কার্ডধারী তাঁরা এখনই ১০০ দিনের কাজে যুক্ত হবেন। এছাড়া যাঁদের কার্ড নেই তাঁদেরও কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।