লকডাউনে শ্রমিকদের মজুরি দেওয়ার দাবিতে হুগলীর বিভিন্ন জুটমিলে বামপন্থী ট্রেন ইউনিয়নের বিক্ষোভ

আমাদের ভারত, হগগলী, ১৭ এপ্রিল: লকডাউনে ছোট শিল্প সহ জুট মিলগুলি শর্ত সাপেক্ষে খোলার কথা বলা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। একই সাথে লকডাউন অবস্থায় শ্রমিকদের মজুরি যাতে কাটা না হয় তার জন্যও অনুরোধ করা হয়েছে সরকারি তরফে। কিন্তু রাজ্যের দুটি চটকল বাদে বাকি সব চটকলই মজুরি তো দূর, মিল খোলার ব্যাপারে এখনও কোনো তৎপরতা দেখা যায়নি। ফলে একদিকে গত কয়েকদিনের লকডাউনে হাতে কমেছে টাকার জোগান, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে চিন্তিত শ্রমিকরা। শুক্রবার এই রিষড়ার ওয়েলিংটন জুট মিলের সামনে বিক্ষোভ দেখায় বাম সমর্থিত ট্রেড ইউনিয়নগুলি। তাদের দাবি, শ্রমিকদের মজুরির টাকা দেওয়ার ব্যাপারে নির্দেশ জারি করুক সরকার।

একই চিত্র হুগলীর বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল চত্বরেও। ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠনের নেতৃত্বে এখানেও সকাল থেকে চলে বিক্ষোভ। বাম শ্রমিক
সংগঠনগুলির দাবি, সরকার থেকে নিয়ম জারি করে কারখানা খোলার সঠিক পথ দেখানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *