পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন:
মেদিনীপুরের পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা TIEER (ট্রপিক্যাল ইনস্টিটিউট অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ) এর উদ্যোগে ‘পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয় রবিবার। আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএন শাসমল সেমিনার হলে মূল অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ড. বিনয় কুমার চন্দ। অধ্যক্ষ প্রণব সাউ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন। জমির ন্যাড়া পোড়ানো সহ কি কি বিষয়ের উপর সাধারণ মানুষকে সচেতন করলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমবে সেই বিষয় নিয়ে সাধারন মানুষকে সচেতন করলেন অধ্যক্ষ। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকাশ চন্দ্র ধাড়া, নিলাঞ্জনা দাস চ্যাটার্জি, সঞ্চিতা ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *