প্রভাব ও ত্রুটি শূন্য শংসাপত্র পাওয়া প্রতিষ্ঠান হতে কি করণীয় সেই বিষয়ক কর্মশালা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীনস্থ, এমএসএমই ডেভলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্পগুলির পরিবেশের ওপর প্রভাব-শূণ্য ও ত্রুটি শূন্য শংসাপত্র পাওয়া প্রতিষ্ঠান হতে গেলে কি করণীয় সেই সম্পর্কে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক, তথা জেলার শিল্প সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম অধিকারী এই কর্মশালার সূচনা করেন। অবিভক্ত মেদিনীপুর জেলার উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠানকে কিভাবে প্রভাব শূন্য ও ত্রুটি শূন্য শংসাপত্র পাওয়া যেতে পারে তা বিস্তারিত ভাবে এই জেলার সম্ভাবনাময় উদ্যোগপতিদের জানানো হয়েছে। ভারত সরকারের এমএসএমই ডেভলপমেন্ট ইনস্টিটিউটের সহকারি নির্দেশক নির্মল চৌধুরী জানান, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলি এই ধরনের শংসাপত্র অর্জন করলে সেই সংস্থার গুরুত্ব যথেষ্টই বেড়ে যায়। সেজন্য বেশি করে জেলার শিল্পদ্যোগীদের এই শংসাপত্র পাওয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এই একদিনের কর্মশালার মাধ্যমে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here