স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিদের প্রশিক্ষণ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ মার্চ: কারা মাক্স পড়বেন, কি ভাবে হাত পরিস্কার রাখবেন, কাদের কফ পরীক্ষা করা হবে এমনই সব তথ্য জানাতে আজ স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিদের প্রশিক্ষণ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তরে আজ এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

নোভেল করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।এই মারন ভাইরাসের হাত থেকে কি ভাবে দূরে সরে থাকা যায়, স্বাস্থ্যদপ্তরের কর্মীরা এই রোগীদের কিভাবে তাদের চিকিৎসা পরিষেবা দেবেন। এসমস্ত তথ্য জানাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জেলার স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষিত করলেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, করোনা ভাইরাস পৃথিবীতে প্রথম। এই রোগে আক্রান্ত হলে কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হয় এবং কাদের পরীক্ষা নিরীক্ষার আওতায় আনা দরকার তার পূর্নাঙ্গ ধারনা দিতেই এই প্রশিক্ষনের ব্যবস্থা। উত্তর দিনাজপুর জেলার একদিকে বিহার অন্যদিকে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত রয়েছে। করোনা ভাইরাস এই ধরনের এলাকাতেই ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা এরকম একটি এলাকাকে বেছে নিয়েছে।

জেলার বিহার–বাংলার সীমান্তবর্তী ১৩টি জায়গায় স্বাস্থ্যদপ্তর নাকা চেকিং এর ব্যবস্থা করছে। স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, আইসিডিএস কর্মীরা এই নাকা চেকিংয়ে থাকছেন। কি কি উপসর্গ থাকলে কোন ব্যাক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে, সবকিছু নিয়েই প্রশিক্ষন দেওয়া হয়।এই প্রশিক্ষন শিবিরে প্রশিক্ষিত ব্যাক্তিরাই জেলার সমস্ত বেসরকারি হাসপাতালের কর্মীদের প্রশিক্ষিত করে তুলবেন বলে জানিয়েছেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *