জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুলাই: মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা গ্রামের বাসিন্দা খলতপুর হাইমাদ্রাসার ছাত্র এররাট সাহা এবার উচ্চ-মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্র একরাটের মোট প্রাপ্ত নম্বর ৪৫৩।
বাবা গিয়াসুদ্দিন সাহা একজন দিনমজুর, মা সবনাউনিস বিবি গৃহবধূ। যখন যা কাজ পান সেই কাজ করে সংসার ও ছেলের পড়াশোনার খরচ জোগান তারা। মাটির দেওয়ালের উপর খড়ের ছাউনি, তার নিচেই মাথা গোঁজার এক চিলতে আশ্রয় গিয়াসউদ্দিনের। একরাটরা তিন ভাই বোন। আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও নজরকাড়া ফল করে একরাট ডাক্তার হতে চায়। কিন্তু পরিবারের চিন্তা উচ্চ-শিক্ষার খরচ নিয়ে। তাই ছেলের পরীক্ষার ফল ভালো হলেও চিন্তায় রয়েছে পরিবার।
দু’বছর আগে মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যে ১৫ তম স্থান দখল করেছিল একরাট। যদি কোনও সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান তাহলে- ৯৪৩৪২০৫০৭৩/ ৮৯৬৭০৩৩৮৮৯ নম্বরে যোগাযোগ করার আবেদন জানানো হচ্ছে।