বিজেপির শাসনকালের সাড়ে চার বছর সম্পূর্ণ দাঙ্গামুক্ত ছিল উত্তরপ্রদেশ, দাবি যোগী আদিত্যনাথের

আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে বিজেপি শাসনে সাড়ে চার বছরে একটিও দাঙ্গা হয়নি। বিধানসভা ভোটের ৬ মাস আগে জোরালো দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, একসময় যে উত্তরপ্রদেশে দাঙ্গা হাঙ্গামা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল সেটাই এখন পুরোপুরি হিংসামুক্ত রাজ্য।

সাড়ে চার বছর আগে মুখ্যমন্ত্রী পদে বসেছেন যোগী আদিত্যনাথ। তখন সমালোচকরা সেই রাজ্যের সংখ্যালঘুদের নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন। বলা হয়েছিল যোগীর শাসনের দাঙ্গা-হাঙ্গামা রোজকার ঘটনা হয়ে দাঁড়াবে। কিন্তু যোগী দাবি করেছেন, সাড়ে চার বছর পর ছবিটা সম্পূর্ণ অন্য। তাঁর রাজ্য এখন পুরোদস্তুর দাঙ্গামুক্ত।

রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে সাড়ে চার বছর পূর্ণ হয়েছে যোগী আদিত্যনাথের। এই সাড়ে চার বছরের সাফল্য তুলে ধরতে একটি পুস্তিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশের মতো রাজ্যে সাড়ে চার বছর ধরে সুশাসন বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উত্তরপ্রদেশ সম্পর্কে গোটা দেশের ধারণা পাল্টে গিয়েছে। এটা সেই উত্তরপ্রদেশ যেখানে একটা সময় দাঙ্গা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। গত সাড়ে চার বছরে এখানে একটাও দাঙ্গা হয়নি।

যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশের ক্ষমতায় এলেন তখন রাজ্যের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক অশান্তির আবহ। মুজাফফরপুর দাঙ্গার স্মৃতি তখনও টাটকা। ফলে সেখানে গোটা রাজ্যে শান্তি ফেরানোটা চ্যালেঞ্জ ছিল। যদিও বিরোধীরা দাবি করেছেন,যোগী ক্ষমতায় আসার পরে রাজ্যে দাঙ্গার ঘটনা না ঘটলেও সংখ্যালঘুদের মধ্যে একটা অজানা ভীতি কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *