
সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ মে: পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিতে নারাজ বাড়ির লোক। উল্টে অন্য জায়গায় বিয়ের ঠিক করেছিল তরুণীর পরিবার। একথা জানতে পেরে আজ নিজের বাড়িতেই গলায় দড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মর্জিনা খাতুন (১৮) নামে এক তরুণী। ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর থানার গলাকাড়া নতুনডি গ্রামে। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় ভাবে জানা গেছে, ওই তরুণী গ্রামেরই এক যুবককে ভালবাসত। যুবকটি বিবাহিত ছিল। তাই, পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করে। আর তার জেরেই হতাশ হয়ে পড়ে ওই তরুণী।