
আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: বিদ্যুতের তার চুরির কিনারা করে শনিবার রাতে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০১৯ সালের ২৯শে আগস্ট বেলদা থানায় বেশ কয়েক হাজার টাকার তার চুরির লিখিত অভিযোগ জানায় একটি বেসরকারি সংস্থা। অভিযোগ পেয়ে তদন্ত ও তার চুরির সাথে যুক্ত ব্যক্তিদের খোঁজ শুরু করে বেলদা থানার পুলিশ। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, দাঁতন থানার অন্তর্গত শাঁখারীবাজার মেলায় ওই চুরির তার দিয়ে বিদ্যুত পরিষেবা দিচ্ছে এক যুবক। খবর পেয়ে দাঁতন থানার পুলিশকে নিয়ে মেলায় যায় বেলদা থানার পুলিশ। চুরি যাওয়া তার উদ্ধারের পাশাপাশি শঙ্কর প্রধান নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার অভিযুক্তকে দাঁতন বিশেষ আদালতে পেশ করা হয়।