বলাগড়ে মদের আসরে বচসার জের, যুবককে কুপিয়ে খুন

আমাদের ভারত, হুগলী, ৬ মার্চ: বলাগড়ের কুন্তিঘাট শেরপুরে মদের আসরে বচসার জেরে কুপিয়ে খুন। অভিযুক্তকে গণধোলাই। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুঁচু্ড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল মগড়ায় গানের আসর থেকে ফিরে ভোর রাতে কুন্তিঘাট শেরপুর ব্রিজের নীচে মদের আসর বসায় তিনজন।সেখানেই নিজেদের মধ্যে বচসার জেরে শুভঙ্কর বিশ্বাসকে(২৪) কাটারি দিয়ে কোপ মারে সুনীল দাস।মাথায় পিঠে একাধিক বার কোপানোয় গুরুতর আহত হয় শুভঙ্কর। এরপর তাকে চুঁচু্ড়ার হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। আসরে থাকা আরেকজন পালিয়ে যায়। অভিযুক্ত সুনীল দাসকে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। বলাগড় থানার পুলিশ তাকে উদ্ধার করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here