মদের ঠেকে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আমাদের ভারত, হাওড়া, ২৪ ফেব্রুয়ারি: মদের ঠেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়া থানার বোয়ালিয়া আমতলা হাসপাতাল মোড়ে। মৃত যুবকের নাম শেখ মন্তাজুল (৩৮)। বাড়ি উলুবেড়িয়া থানার সমরুকে। ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

জানাগেছে, রবিবার রাতে মন্তাজুল বোয়ালিয়া বাজারে বসে গল্প করার সময় তার পরিচিত কয়েকজন যুবক তাকে ফোনে মদের ঠেকে ডেকে পাঠায়‌। সূত্রের খবর, ফোন পেয়ে মন্তাজুল সেখানে গেলে ওই যুবকরা তাকে পিটিয়ে খুন করে। এদিকে মন্তাজুলের মৃতুর খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয় র‍্যাফ। এদিকে ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌর্য, উলুবেড়িয়ার এসডিপিও পার্থ ঘোষ। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করে।

অন্যদিকে বাকি দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকেই মৃতের পরিবারের সদস্যরা এবং গ্রামবাসী উলুবেড়িয়া থানায় বিক্ষোভ দেখাতে থাকে এমনকি তারা উলুবেড়িয়া ষ্টেশন মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

ঘটনা সম্পর্কে মৃত যুবকের সঙ্গী শেখ মেহেবুব জানায় রবিবার রাতে ফোনে ডাকার পর তারা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের আচমকা মারতে শুরু করে। আমি কোনরকমে পালিয়ে আসলেও মন্তাজুলকে ওরা পিটিয়ে মেরে ফেলে। মেহেবুব দাবি করে পরিকল্পনা করেই তাদের ডেকে পাঠানো হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here