চুঁচুড়ায় জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, পুকুরের সামনের রাস্তায় মিলল ভাঙ্গা উইকেটের টুকরো, রক্ত মাখা চটি

আমাদের ভারত, হুগলী, ৬ মার্চ: চুঁচুড়ার তিন নম্বর গেট সমবায় পল্লি এলাকার একটি জলাশয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। পুকুরের সামনের রাস্তায় চাপ চাপ রক্ত, ভাঙ্গা উইকেটের টুকরো, রক্ত মাখা চটি পরে থাকতে দেখা যায়।ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। মৃত যুবকের নাম সুমিত সরকার(২৪)। বাড়ি আয়মা কলোনী। তাকে উইকেট দিয়ে পিটিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অনুমান পুলিশের।

সুমিতকে আগে একবার চুরির অভিযোগে গ্রেফতার করেছিলো পুলিশ। দিন পনেরো আগেও একবার আটক করে। থানায় হাজিরা দিতে বলে। বিয়ে বাড়ি থাকায় পাঁচদিন এলাকায় ছিলো না সুমিত ওরফে ছোট্টু।বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরে। সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। কারা কি কারণে খুন করেছে তা স্পস্ট নয়। তবে ছোট্টুর দাদা বিশ্বনাথ জানিয়েছে, ঘটনাস্থল থেকে যে চটি আর মোবাইল পাওয়া গেছে সেটা স্থানীয় রঞ্জিতের ছেলে ভুটুন নামে এক জনের।পুলিশ রঞ্জিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। চন্দননগর কমিশনারেটের এসিপি ডিডি গোলাম সারওয়ার ঘটনাস্থলে তদন্তে যান। পুরনো বিবাদ নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় তিন থেকে চারজন ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার জেরে ভাঙ্গচুর করা হয় অভিযুক্তদের বাড়ি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here