
আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ: মেদিনীপুর শহরের জুগনুতলা এলাকায় মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের।
জানাগেছে, জুগনুতলার পাশের রাস্তায় দ্রুতগতিতে যাওয়া একটি স্কুটির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ঐ স্কুটি চালকের। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লে এই রাস্তা দিয়ে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে কোতোয়ালি থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।