আমাদের ভারত, ভাঙড়, ২৮ জুন: মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম অসীম নস্কর(৩৪)। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত গড়ানবেড়িয়া গ্রামের বাসিন্দা তিনি। রবিবার সকালে বাড়ির কাছেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে ভাঙড় থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অসীম। পেশায় সবজি বিক্রেতা হলেও লকডাউনের পর থেকে যথেষ্ট মানসিক অবসাদের মধ্যে ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। এরমধ্যে হটাৎই তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, লকডাউনের জেরে রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারনেই আরও বেশি করে মানসিক অবসাদে ভেঙে পড়েছিলেন তিনি। আর সেই কারনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।