নেশার টাকা না পেয়ে আত্মঘাতী যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ সেপ্টেম্বর: পরিবারের কাছ থেকে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করল এক যুবক। রবিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা গুমা শান্তিনগর এলাকায়। মৃতের নাম মৃদুলকান্তি রায়(২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃদুল কান্তি রায় পেশায় সেলাইয়ের কাজ করত। বছর একুশের ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আশক্ত ছিল। এমনকি নেশার টাকার জন্য বাড়িতে গন্ডগোল অশান্তি করত নেশার টাকা না পেলে পরিবারে সবাইকে মারধর করত ও নিজে আত্মহত্যা করার ভয় দেখাত। প্রতিদিনের মতো আজও সন্ধ্যে ছ’টা নাগাদ নেশার টাকা নিয়ে অশান্তি শুরু করে মৃদুল কান্তি রায়। টাকা না পেয়ে নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। পরে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে তার পরিবার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here