ইসলামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের কোপ, মৃত্যু যুবকের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ ডিসেম্বর: সলামপুর থানার কুনদোর গাঁও এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মহম্মদ আমিরুল নামে 28 বছর বয়সী এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ঘটনার পর ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা সেজন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃতের দাদা মোহাম্মদ নওশাদ জানান, আমাদের ওই এলাকায় তিন বিঘা জমি নিয় ৮ মাস ধরে বিবাদ চলছিল। এই বিষয়টি স্থানীয় বিধায়ক থেকে ইসলামপুর থানার আইসিকে জানানো হয়েছে। তবুও আজ সেই জমি নিয়ে আবার বিবাদের জেরে স্থানীয় বাসিন্দা পাপ্পু
তার ভাইকে এই ধারালো অস্ত্র দিয়ে মারে বলে অভিযোগ করেছেন এই মৃতের দাদা মহম্মদ নওশাদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here