রায়গঞ্জে বাসের ধাক্কায় মৃত্যু যুবকের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাটোল এলাকার হালালপুর রাজ্য সড়কে। মৃত যুবকের নাম মাসুদ আলম (২১)। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রায়গঞ্জ- ভাটোল রাজ্য সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খারি সরিয়াবাদ গোপালপুরের বাসিন্দা মাসুদ আলম হালালপুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আচমকাই একটি বেসরকারি বাস পেছন থেকে ধাক্কা মারে মাসুদ আলমকে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাসুদ আলমকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে
ঘটনার তদন্ত শুরু করেছে
পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here