
আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: শনিবার বিকেলে খড়্গপুর লোকাল থানার কৃষ্ণনগরে কলকাতা মুম্বাই জাতীয় সড়কের উপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকটি বাইক চালিয়ে মেদিনীপুরের দিকে আসছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। লরির ধাক্কায় বাইক সহ ওই যুবক বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। এরপর লরিটি বাইক সহ চালককে পিষে দিয়ে চলে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের সম্পূর্ণ পরিচয় জানা না গেলেও তার বাড়ি খড়গপুর শহরের রাজাবাগান এলাকায় বলে পুলিশ জানিয়েছে।