স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ জুলাই: স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক। ওই যুবকের নাম ভোলা দাস(২৫)। বাড়ি ইসলামপুর ব্লকের নতুনপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।
গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতির্ময় মন্ডল জানান, এদিন দুপুর বারোটা থেকে ওই এলাকার ভোলা দাস নামে এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে পুকুরে স্নান করতে নামে বলে জানা যায়। বেশ কয়েক ঘণ্টা ধরে সন্ধান চালিয়েও তাকে পাওয়া না যাওয়ায় বিষয়টি পুলিশ প্রশাসন এবং দমকলকে জানানো হয়। পরে স্থানীয় জেলেদের তৎপরতায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।