পঞ্চসায়রে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন যুবককে

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৭ মার্চ: করোনা আতঙ্কের মধ্যেই ফের অপরাধ শহরে। রাতের কলকাতায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পঞ্চসায়রের নবদিগন্ত এলাকায় সোমবার রাতে ঘটে এই ঘটনা। নির্মাণকাজ নিয়ে ঝামেলার জেরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও পুলিশের দাবি, কুকুরকে মারছিল বেশ কয়েকজন যুবক। তার প্রতিবাদ করতেই বিশ্বরূপকে পিটিয়ে মারা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় গাড়িচালক ছিলেন ২৫ বছরের বিশ্বরূপ দাস। সোমবার রাত ১২টা নাগাদ তাঁকে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। বিশ্বরূপের গলায় কাচের বোতল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা।

এই ঘটনার পর ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশর হোমিসাইড শাখা ও ফরেন্সিক দল। কী কারণে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ। পুলিশ জানতে পেরেছে, এলাকারই তারক, ভোলু ও আরও কয়েকজনের সঙ্গে নির্মাণকাজ নিয়ে ঝামেলা চলছিল বিশ্বরূপের। কিছুদিন আগে তিনি কয়েকজনকে মারধরও করেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সেই দলের লোকেরাই গলায় ভাঙ্গা বোতল ঢুকিয়ে বিশ্বরূপকে খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্তরা পলাতক। অভিযুক্তরা স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here