
আমাদের ভারত, হাওড়া, ২ মার্চ: মাত্র দু’হাজার পাওনা টাকা না পেয়ে মালিকের শিশু পুত্রকে গলার নলি কেটে খুন করল এক যুবক। মৃত শিশুর নাম মহম্মদ ইমরান (৫)। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ সেলিম পলাতক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়া বাজারের সেভেন ব্রাদার্স ক্লাব এলাকায়।
জানা গিয়েছে, চুড়ির ব্যবসায়ী ইস্তে খানের কাছে কাজ করতো সেলিম। মজুরি বাবদ সে আট হাজার টাকা পেত। ছয় হাজার টাকা দিলেও বাকি দু’হাজার টাকা সে চাইতে আসে সোমবার সকালে। টাকা দিতে অস্বীকার করলে সে ইস্তেখানকে বুঝিয়ে দেবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর আবাসনের চারতলা থেকে ইস্তেখানের স্ত্রী নাসরিনা তার শিশু পুত্রকে রক্তাক্ত অবস্থায় নামতে দেখে। এরপর শিশুটি এসে লুটিয়ে পড়ে মায়ের কোলে।গলায় ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে আঘাত করা হয়।রক্তাক্ত শিশুকে ডোমজুড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এই ঘটনায় অভিযুক্ত পলাতক। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।