নিমতায় শ্যুট আউট, গুলিবিদ্ধ যুবক, তদন্তে পুলিশ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ নভেম্বর:
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া আদর্শ নগরে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক। আশঙ্কাজনক ওই যুবকের নাম শুভঙ্কর পাল (২৪)।

শুক্রবার গভীর রাতে বেলঘড়িয়া আদর্শনগরে ওই যুবককে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিমতার রবীন্দ্রনগরের বাসিন্দা ওই যুবক শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর সে বাড়ি ফেরেনি। কি কারণে গুলি তা জানা যায়নি। সে ব্যাগের কারখানার কর্মী ছিল বলে জানা গেছে। তবে বর্তমানে ওই ব্যাগের কারখানা বন্ধ। ওই যুবক এক মিষ্টির দোকানে আড্ডা দিত, সেখানেই গুলি চলনোর ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, শুভঙ্করের বুকে গুলি লাগে। নিমতা থানার পুলিশ গুলিবিদ্ধ যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। কি কারণে গুলি চলে তা জানার চেষ্টা করছে নিমতা থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে। পুলিশ সূত্রের খবর, ওই দোকানে গুলিবিদ্ধ যুবক আড্ডা দিত। ওই দোকান থেকে নিমতা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ওই মিষ্টির দোকান মালিক অজয় বাড়ুই, তাকে জেরা করছে পুলিশ।

গুলিবিদ্ধ যুবকের মা মিনু পাল জানান, তিনি জানতেন না ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বিকেলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। গভীর রাতে মেয়ে জানায় ছেলের বুকে ব্যথা, কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে পুলিশ এসে বলে ওর গুলি লেগেছে। ও কাদের সঙ্গে মিশত তা বাড়িতে আলোচনা করত না। ও ব্যাগের কারখানায় কাজ করত। সেই কারখানা এখন বন্ধ। গতকাল বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর আর ফেরেনি।” নিমতা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here