
আমাদের ভারত, মেদিনীপুর, ২ মার্চ: রবিবার গভীর রাতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। রেল পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম গৌতম নন্দী। বয়স ৩২। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ নং অঞ্চলের চকলালপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
সোমবার সকালে রাধামোহনপুর স্টেশন সংলগ্ন পশং রেলগেটের কাছে তার মৃতদেহটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে রেললাইনের মাঝখান থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের রাধামোহনপুর বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। তবে আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনার পর এই রেলগেটে সিসি টিভি লাগানোর আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
কাঞ্চন দত্ত শ্রীকান্ত দে সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকাটি নির্জন হওয়ায় মাঝেমধ্যেই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম হয়। তাই এই রেলগেটে সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, সিসি টিভি থাকলে প্রকৃত ঘটনা কি হয়েছে তা পরিস্কার জানা যেত।