
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ:
যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানার বর্মন পাড়ার বাসিন্দা পেশায় হোটেল কর্মী পরিতোষ বর্মন রবিবার রাতে হোটেলে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সোমবার সকালে শান্তিপুরের ব্রহ্মাতলা এলাকায় পরিতোষকে রাস্তায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এটি খুনের ঘটনা। তদন্তে শান্তিপুর থানার পুলিশ।