হায়দ্রাবাদের ছায়া! এক যুবতীর অর্ধনগ্ন অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদায়

আমাদের ভারত, মালদা, ৫ ডিসেম্বর: হায়দ্রাবাদের ছায়া এবার পশ্চিমবঙ্গে। এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দেশ জুড়ে যখন তোলপাড় চলছে তখন মালদায় এক যুবতীর অগ্নিদগ্ধ নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের টিপাজনি এলাকায়। ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তার বয়স ২৫- ৩০ বছরের মধ্যে। পুলিশের অনুমা, এক্ষেও ধর্ষণের পর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ ওই এলাকার আমবাগান থেকে তার অর্ধনগ্ন অগ্নিদগ্ধ মৃতদেহটি উদ্ধার হয়। বাগান এলাকা হওয়ায় সচরাচর মানুষের যাতায়াত সেখানে নেই বললেই চলে। আজ বেলা ১০টা নাগাদ স্থানীয় কয়েকজন আমবাগানের মধ্যে মৃতদেহটি দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভির জমে মানুষে। এরপর তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল আসে পুলিশ।

পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করার পর পুড়িয়ে দেওয়া হয়েছে ওই যুবতীর দেহ। বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি প্রশান্ত দেবনাথ সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। যদিও এখনও মৃতের নাম ও পরিচয় জানতেপারিনি তদন্তকারী পুলিশ অফিসারা।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অগ্নিদগ্ধ ওই যুবতীর মৃতদেহের কাছ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে‌। সেইসব নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। ধর্ষণ হয়েছে কি না বা কি অবস্থায় ওই যুবতীর মৃত্যু হয়েছে, সম্পূর্ণ নির্ভর করছে ময়নাতদন্তের রিপোর্টের ওপর। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here