কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক

আমাদের ভারত, হাওড়া, ২৯ জানুয়ারি: ১৭ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে রাজাপুর থানার পুলিশ উত্তর ২৪ পরগনার হাবড়া অশোকনগর থেকে তাপস মাঝি নামে এক যুবককে গ্রেফতার করল। ধৃতের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানাগেছে, উলুবেড়িয়া থানার বেলে সিজবেড়িয়ার বাসিন্দা পেশায় কাঠের মিস্ত্রি তাপস রাজাপুর থানার শুড়িখালির কিশোরীকে মিথ্যে প্রেমের জালে ফাঁসায়। অভিযোগ, এরপর গত ২১ শে জানুয়ারি তাপস তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। এমনকি ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তাপসের বিরুদ্ধে। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here