জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেশপুর বিধানসভা এলাকায় রবিবার বিকেলে যুব কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেশপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি নাসির আলী সহ শেখ রাজু, মীর আরিফ, আজহার, শেখ সাইফুল, মুসলেম আলী ও অন্যান্যরা।