রায়গঞ্জে মোটরবাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ নভেম্বর: মোটরবাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃত যুবকের নাম বুলেট দেবশর্মা ( ৩০)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের ঘুঘুডাঙার ইব্রাহিমখন্ডের বাসিন্দা বুলেট দেবশর্মা মোটরবাইক নিয়ে ৩৪ নম্বর জাতীয় ধরে বাড়ি ফিরছিলেন। আচমকাই লেন বদল করে বিপরীত দিকের লেনে যেতেই উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে মোটরবাইককে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক বুলেট দেবশর্মার। দুর্ঘটনার জেরে ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করলেও তার চালক পলাতক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here