
আমাদের ভারত, জয়নগর, ১০ মার্চ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম খোকন নস্কর(৪০)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার অরুন নগর গ্রামে। রাতেই তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোল্ট্রি ফার্ম করে মুরগি চাষ করতেন খোকন। পোল্ট্রি ফার্ম থেকে যাতে কেউ মুরগি চুরি করতে না পারে কিম্বা, বেড়াল বা অন্য কোনও পশু যাতে পোল্ট্রি ফার্মে ঢুকে মুরগি নষ্ট করতে না পারে সেই কারণে প্রতিদিন সন্ধ্যায় ফার্মের চারিদিকে বিদ্যুৎ সংযোগ করে রাখত সে। সোমবার সন্ধ্যায় ও একই কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ঐ যুবক। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।