
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ মে: অসময়ে রক্তদান করে রক্তদানে উৎসাহিত করল রাজ্য যুবমোর্চা। শনিবার ব্যারাকপুর ক্যান্টনমেন্টে এক রক্তদান শিবিরের আয়োজন করে ব্যারাকপুর জেলা যুবমোর্চা। সামাজিক দূরত্ব বজায় রেখেই আয়োজন করা হয় রক্তদানের শিবির। আর এই শিবিরে নিজে রক্ত দিয়ে যুবমোর্চার সদস্যদের রক্তদানে উৎসাহিত করেন রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।
রক্ত দিয়ে দেবজিৎ সরকার বলেন, স্বাস্থ্য দফতরের সমস্ত নিয়ম মেনেই আয়োজন করা হয়েছে এদিনের রক্তদান শিবির। ৩০ জন যুবক এদিন রক্তদান করেছেন। পাশাপাশি করোনার আতঙ্ক সত্বেও সামাজিক দূরত্ব বজায় রেখে এমন রক্তদান শিবিরের আরও আয়োজন করা হবে বলে জানান দেবজিৎ সরকার। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ। তিনি বলেন, যুবমোর্চা রাজনৈতিক কর্মসূচি ছাড়াও সামাজিক কাজে সবসময় নিয়োজিত হয়। রাজ্যের ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব রয়েছে। তাই যুবমোর্চা গোটা রাজ্যেই রক্তদান শিবিরের আয়োজন করছে বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিজেপির বিধায়ক সুনিল সিং, ব্যারাকপুর জেলা যুবমোর্চার সভাপতি সুপ্রিয় ঘোষ।