
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম শহরের এক নম্বর ওয়ার্ডের রবীন্দ্র স্ট্যাচু এলাকায় অজ্ঞাত পরিচয় অচৈতন্য এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় যুবকরা। বুধবার সকালে কদম কানন এলাকার রবীন্দ্র মূর্তির কিছুটা দূরে বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা কদম কানন ইউনাইটেড ক্লাবে খবর দেন। ক্লাবের সদস্যরা ওই অজ্ঞান ব্যক্তিকে গাড়িতে তুলে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি ঝারগ্রাম থানায় জানানোর পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রচার করে ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন ক্লাবের সদস্যরা।