রাত ন’টা পর্যন্ত শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি বাস চালুর দাবি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে লিখিত দিল যুব তৃণমূল

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ অক্টোবর: হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলছে শিলিগুড়ি- জলপাইগুড়ি রুটে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিলিগুড়ি থেকে রাতে জলপাইগুড়ি ফেরার শেষ বাস নিয়ে। রাত ন’টা পর্যন্ত শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি শহরে ফেরার বাস চালু করার দাবি তুলল জলপাইগুড়ি টাউন ব্লক যুব তৃণমূল। শুক্রবার শান্তি পাড়ার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় কাছে লিখিত দাবিপত্র তুলে দিলেন যুব তৃণমূলের নেতা কর্মীরা। সঙ্গে শিলিগুড়ি ডিপো ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চেয়ারম্যান
পার্থপ্রতীম রায়কে লিখিতভাবে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে সুপার ফাস্ট এক্সপ্রেস সপ্তাহে তিনদিন যাতায়াত করে। এই কটি পর্যাপ্ত বাসের পরিষেবা দেওয়ার দাবি তোলা হয়। ডিপো সুত্রে জানা গিয়েছে, সোমবার থেকে মোট বারোটি বাস চলবে। রাত ন’টায় শেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে।

টাউন ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌভিক ভট্টাচার্য বলেন, “আমাদের দাবি ডিপোকে জানানো হয়েছে। সোমবার থেকে বাস চলবে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here