রায়গঞ্জের লক্ষ্মণীয়ায় বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ ফেব্রুয়ারি: রায়গঞ্জের লক্ষ্মণীয়ায় বোমা ফেটে গুরুতর আহত তিন শিশু, তার মধ্যে একজনে অবস্থা আশঙ্কাজনক। আহত ওই শিশুদের নাম ইসাদ আলি(৮),আসাদুর মহম্মদ (৭), সমীর আলি (৮)।

ইসাদ আলির দাদু সৈফুর মহম্মদ জানান, স্কুল থেকে মিড ডে মিল খেয়ে স্কুলের পাশেই ওই তিন শিশু পাশের এক বাড়িতে খেলছিল। সেই সময় একটি লাল কৌটো দেখতে পায়। আর ওই লাল কৌটোয় হাত দিতেই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। স্থানীয় আকবর আলির বাড়িতে বোমা মজুত ছিল, সেই বোমা ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈয়ফুর মহম্মদ। এখনও ঘটনাস্থলে একাধিক বোমা মজুত রয়েছে বলে সৈফুর জানান।

কিভাবে বোমাগুলো মজুত করা হল, কেন বারবার রক্তাক্ত হচ্ছে শৈশব, প্রশাসনই বা কী পদক্ষেপ নিচ্ছে বারবার এধরনের ঘটনা ঘটার পর সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here