
আমাদের ভারত,২৫ নভেম্বর:ছয় বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এলাকার সার্কেল অফিসার ওম প্রকাশ জানিয়েছেন টিন্ডওয়ারি থানার একটি গ্রামের একটি বেসরকারি স্কুলে ছয় বছরের ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষককে।
শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘ টনাটি শুক্রবার ঘটেছে। শনিবার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই শিশুটির মা।
সার্কেল অফিসার জানান, অভিযুক্ত শিক্ষক আবার ওই মেয়েটির দূর সম্পর্কের আত্মীয়। শুক্রবার ওই শিক্ষক মেয়েটি ও তার ছোট ভাইকে ক্লাস শেষ হয়ে যাবার পর আলাদাভাবে পড়ানোর নাম করে স্কুলে থেকে যেতে বলে। এরপর সে ছেলেটিকে চকলেট কিনতে দোকানে পাঠায়। ছেলেটি দোকানে গেলে সেই সুযোগে স্কুলের শৌচালয় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে শিক্ষক। মেয়েটির ভাই ফিরে এসে শৌচালয় থেকে দিদির কান্নার আওয়াজ শুনতে পায়। দরজায় ধাক্কাধাক্কি করলে অভিযুক্ত দরজা খুলে রেখে পালায়। বাড়ি ফিরে মাকে সব কথা জানায় ওই শিশুটি। এরপরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তার মা।
শনিবার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।