রেল চলাচল বন্ধ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মমতার অভিযোগ ওড়ালেন অধীর চৌধুরী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর:
রেল চলাচল নিয়ে মমতার অভিযোগ ওড়ালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বুধবার মুর্শিদাবাদে লোকসভার বিরোধী দলনেতা বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই রাজ্যের উচিত নিজের রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি করা। নিজের পুলিশ ব্যর্থ, আর তার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ভালো সাজবার চেষ্টা করছেন বলে জানান অধীর চৌধুরী।

অন্যদিকে দু- একটি ছোট ঘটনা বলে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। এর থেকেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। অহেতুক অন্যকে দোষ না দিয়ে নিজের রাজ্যের রেল চলাচলের জন্য রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি করতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বিজেপিকে আক্রমন নিয়েও এদিন কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যেপাধ্যায় বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন। বিজেপিকে এ রাজ্যে তিনিই হাতধরে নিয়ে এসেছেন। আর এখন বলছেন বিজেপি খারাপ। মানুষ আপনার বহুরুপী মুখ দেখেছেন। মানুষ আপনাকে আর বিশ্বাস করেন না। রাজ্যে অশান্তির দায় আপনি কখনই এড়িয়ে যেতে পারেন না। সত্যিই যদি রাজ্যকে শান্ত রাখতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতিদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করুক। তাহলে বুঝবো রাজ্যের ভালো সত্যিই মুখ্যমন্ত্রী চাইছে বলে জানান অধীর চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here