নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি বীরভূমের ‘নিতাই বাড়ি’তে

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৬ জানুয়ারি: শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ৫৫০তম আবির্ভাব দিবস অনুষ্ঠিত হল বীরভূমের বীরচন্দ্রপুরে। এই উপলক্ষ্যে বীরচন্দ্রপুরের ‘নিতাই বাড়ি’তে ন’দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে আবির্ভাব তিথি উদযাপন শুরু হয়।

প্রসঙ্গত, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটতম সহযোগী ছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ১৪৭৪ সালের দিকে বর্তমান পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে একচক্রে (বীরচন্দ্রপুর) জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান সেবা মণ্ডল দ্বারা পরিচালিত। সেখানে একটি মন্দির রয়েছে মহাপ্রভুর। এটি ‘নিতাই বাড়ি’ নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *