বাংলাদেশের পথে আসা রোহিঙ্গাদের কোনোভাবেই মেনে নেবে না ভারত সরকার,স্পষ্ট বার্তা অমিত শাহের

আমাদের ভারত,১০ ডিসেম্বর:নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় মুসলিমদের কোন আশঙ্কার কারণ নেই বলেৎইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই প্রসঙ্গে উঠে এসেছে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব ইস্যু। নআর তখনই অমিত স্পষ্ট করে দিয়েছেন মায়ানমার থেকে বাংলাদেশের পথে আসা রোহিঙ্গাদের কোনোভাবেই মেনে নেবে না ভারত।

নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিরিখে একাধিক বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনার সময় অমিত শাহ এই বিলের পক্ষে একাধিক তথ্য তুলে ধরেন। শাহ জানিয়ে দেন নাগরিকত্ব ইস্যুতে সংবিধানের ৩৭১ ধারাকে হাত দেবে না কেন্দ্র। আর তার সূত্র ধরেই তিনি এটাও স্পষ্ট করে দেন যে, রোহিঙ্গা মুসলিমরা ভারতীয় নাগরিক হিসেবে কিছুতেই পরিগণিত হবে না।

ভারতীয় সংবিধানে ৩৭১ ধারা অনুযায়ী দেশের একাধিক রাজ্যকে বিশেষ বিধান দেওয়া হয়। আসাম, মনিপুর, মিজোরাম ,অরুণাচল প্রদেশ এই বিশেষ বিধানের মধ্যে রয়েছে। এই বিধান অনুযায়ী অসমের বিধানসভায় উপজাতি সদস্যদের নিয়ে কমিটি থাকবে। মনিপুরের কমিটিতে থাকবে পার্বত্য প্রদেশের সদস্যরা। এরকম বেশ কিছু বিশেষ বিধান থাকা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্ষেত্রে কোনোভাবেই হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট করেছেন অমিত শাহ।

তবে রোহিঙ্গা মুসলিমদের মত এনআরসি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কন্ঠে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভারতে এনআরসি হবেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here