“ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন নতুন উচ্চতায়,“ বিরজু মহারাজকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: বিরজু মহারাজের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার অমিতবাবু টুইটারে লিখেছেন, “পন্ডিত বিরজু মহারাজ এবং কত্থক ছিল একে অপরের পরিপূরক এবং সমার্থক। তিনি ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি। ওঁম শান্তি।

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে নিবিড় যোগ ছিল বিরজু মহারাজের। ১৯৫২ সালে এই শহরেই জীবনে প্রথম মঞ্চে পারফর্ম করেন। মন্মথ নাথ ঘোষের বাড়িতে। তখন তাঁর বয়স চোদ্দ। বাবা মারা গিয়েছেন। জীবনে দাঁড়াবার জন্য লড়াই করছেন। সে সময় ডাক কলকাতায়। কাকা লচ্ছু মহারাজ তখন মুম্বইয়ে কোরিওগ্রাফির কাজ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *