প্রকাশিত হল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ই-পত্রিকা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুলাই: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় “এবং পরিযায়ী” পত্রিকা প্রকাশিত হল। পত্রিকার বিশেষ ফেসবুক পেজে ই-ম্যাগাজিন সংখ্যা প্রকাশিত হয়। বাংলা বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র-ছাত্রীদের মননশীল লেখায় পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে। স্থান পেয়েছে কবিতা, ছোটগল্প, প্রবন্ধ। রয়েছে অঙ্কন এবং ফটোগ্রাফি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ, অসম, ত্রিপুরা, ঝাড়খন্ড, কাশি, কলকাতা, যাদবপুরের মত শিক্ষা প্রতিষ্ঠাননের উল্লেখযোগ্য কবি অধ্যাপকদের লেখা স্থান পেয়েছে পত্রিকাতে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই অধ্যাপক বাণীরঞ্জন দে এবং অধ্যাপক মহর্ষি সরকারের কথায়, “এই সংকটময় পরিস্থিতিতে আমাদের বিভাগের ছাত্র-ছাত্রীদের এই ধরনের মহতি প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারি করোনা ভাইরাস এবং তার ফলে কর্মহীন শ্রমিকদের দূরাবস্থা, ঘরে ফেরার যন্ত্রনা এবং প্রাকৃতিক বিপর্যয় আমফানের দুর্বিষহতা বিভিন্নভাবে লেখাগুলিতে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *