ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, চুঁচুড়া থানায় অভিযোগ বিজেপির

আমাদের ভারত, হুগলি, ২ অগস্ট: বিজেপির রাজ্য সভাপতি, হুগলির সাংসদ, পুড়শুরার বিধায়ক সহ বিজেপির হুগলি জেলার পদাধিকারীদের নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের হল। মঙ্গলবার দুপুরে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে হুগলি জেলা বিজেপির আইটি ইনচার্জ শ্বাসত ব্যানার্জি চুঁচুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ২০২১ সালে সপ্তগ্রাম বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দেবব্রত বিশ্বাসের দিকে।

বিজেপি নেতাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সপ্তগ্রাম বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দেবব্রত বিশ্বাস রবি রায় নামে সোশাল মিডিয়ায় একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এই ঘটনায় এদিন তার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন শ্বাসত ব্যানার্জি। অভিযোগ, এর আগেও বিজেপির হুগলি মন্ডলের পার্টি অফিস ভাঙ্গচুর এবং মন্ডল সভাপতি রাকেশ যাদবকে মারধরের ঘটনায় নাম জড়িয়ে ছিল দেবব্রত বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে।

যদিও এই গোটা বিষয়ে ২০২১ সালে সপ্তগ্রাম বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দেবব্রত বিশ্বাস বলেন, জেলার পদাধিকারদের খেয়ে দেয়ে কোনও কাজ নেই। তাই এই সব করছে। পুলিশ তদন্ত করলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আসলে অ্যাকাউন্টটি কার। আমি সত্যি বলছি না ওরা সত্যি বলছে। পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *