পুরভোট নিয়ে বালুরঘাটে শুরু দেওয়াল দখলের লড়াই, আরএসপির দখলীকৃত দেওয়াল দখল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ জানুয়ারি: ভোটের আগেই ভোট। পুরভোট নিয়ে বালুরঘাটে শুরু দেওয়াল দখলের লড়াই। আরএসপির দখলীকৃত দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরএসপির দেওয়াল পাল্টা তৃণমূলের দখল করার ছবি। ভোটের প্রাক মুহুর্তে শহরে শাসক দলের এমন কর্মকান্ডে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। যদিও আরএসপির অভিযোগ, জেনে বুঝেই এসব করছে তৃণমূল। যার যোগ্য জবাব ব্যালটেই দেবে শহরের মানুষ। এদিকে শনিবার সকাল থেকে পুরভোটের প্রাক প্রস্তুতি হিসাবে মাঠে নেমেছে বিজেপি। সব মিলিয়ে ভোটের আগেই পুর ভোটের দামামা বালুরঘাট শহরে।

বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি অবশ্য জানিয়েছেন, এটা কোনও বিষয়ই নয়। আলোচনার মধ্যেই এসব সমাধান সম্ভব।

রাজ্য জুড়ে প্রায় ১০০টিরও বেশী পুরসভায় ভোট করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। অধিকাংশ পৌরসভার মেয়াদ উর্ত্তীণ হওয়ায় বর্তমানে সেগুলি প্রশাসনের দখলেই রয়েছে। ফলে নাগরিক পরিষেবা থেকে শুরু করে সরকারি উন্নয়ন সবেতেই কিছুটা হোঁচট খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরসভাগুলিতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর যাকে ঘিরেই নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে বালুরঘাট শহরে দেওয়াল দখল শুরু করে দিয়েছে শাসক বিরোধী সমস্ত দলই। দেওয়াল দখলে কিছুটা এগিয়ে আরএসপি দল ইতিমধ্যেই শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডে দেওয়াল দখলের কাজ সম্পন্ন করেছে। আরএসপির দখলীকৃত এমনই একটি দেওয়াল রাতের অন্ধকারে পুনরায় দখল করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল। যাকে ঘিরে জোর বিতর্ক ছড়িয়েছে শহর জুড়ে। এই ঘটনাকে ঘিরে ভোটের আগে শহরে কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। এদিকে পুরভোটের রূপরেখা তৈরি করতে শনিবার জেলায় পৌছেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন রাত থেকেই শহরের ২৫টি ওয়ার্ডে দেওয়াল দখলের কাজ শুরু করবে বিজেপি নেতৃত্বরা।

তৃণমূলের কার্যকরি সভাপতি সজয় সাহা জানিয়েছেন, অভিযোগ ভিত্তিহীন। তাঁদের ২৫টি ওয়ার্ডেই দেওয়াল দখলের কাজ শেষ হয়ে গিয়েছে।

আরএসপির নেতা প্রলয় ঘোষ জানিয়েছেন, জেনে শুনে তাঁদের দেওয়াল দখল করে নিচ্ছে তৃণমূল নেতৃত্বরা। যার জবাব মানুষ ভোট বাক্সেই দেবে।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, বিরোধীদের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে শাসক দল এমন কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *