পিংলায় সায়ন্তন বসুর গাড়ি আটকানোর প্রতিবাদে ৯ নম্বর রাজ্যে সড়ক অবরোধ করল বিজেপির যুব মোর্চা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ জুন: পিংলা যাওয়ার পথে আটকানো হল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়ি। তারই প্রতিবাদের শনিবার দুপুরে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল বিজেপির যুব মোর্চা।এদিন গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়া মোড়ে এই পথ অবরোধ হয়। অবরোধে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সভাপতি অনুরণ সেনাপতি। প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে। অবশেষে একঘন্টা পরে অবরোধ ওঠে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here